সেকেন্ড টাইম ইংরেজি স্পেশাল ব্যাচ!

কোর্সটি কাদের জন্য?

 
সাফ কথা: যদি সেরা সার্ভিস না পাও, পরবর্তী মাস থেকে আর কন্টিনিউ করবে না + ১ম মাসের টাকা রিফান্ড – এই চুক্তিতেই মাসিক ফি-তে ভর্তির সুযোগ নিয়ে শুরু হচ্ছে সেকেন্ড টাইম জাবি-রাবি-চবি-BUP-গুচ্ছ এডমিশন ব্যাচ! 
 

সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, BUP ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শুধু “ইংরেজি” বিষয়ের উপর দীর্ঘ মেয়াদী স্পেশাল এই কোর্সটি সাজানো হয়েছে। ৬ মাসের কোর্সে প্রতি সপ্তাহে ২ দিন ক্লাস, ১ দিন সলভ ক্লাস (প্রয়োজন হলে) এবং ১ দিন পরীক্ষা = মোট ৪ দিন! কোর্সটিতে থাকছে ৭২ টি ক্লাস, ৫০+ নোটস, ১০০+ পরীক্ষা এবং অনুশীলনের জন্য টপিকভিত্তিক প্রচুর ওয়ার্কশীট! এছাড়াও প্রতি মাসে ১ দিন মোটিভেশনাল সেশন!

বিশেষভাবে, জাবি ভর্তি পরীক্ষায় CRITICAL REASONING & ANALYTICAL ABILITY, COMPREHENSION, UNDERLINED SENTENCE CORRECTION, SEMANTICS, MORPHOLOGY, RHYME, PROFESSIONAL COMMUNICATION, SYNTASX, PIN POINTING ERROR, ANALOGY, TRICKY GRAMMAR ইত্যাদি বৈচিত্রময় টপিক থেকে প্রশ্ন বেশি আসায় কোর্সটিকে সেভাবেই সাজানো হয়েছে। এই কোর্সটি জাবির পাশাপাশি চবি, রাবি, BUP এবং গুচ্ছ ভর্তির সম্পূর্ণ সিলেবাসই কভার করবে। 

পুরো কোর্সটি অনলাইনে ZOOM অ্যাপ এবং গুগল ক্লাসরুমের মাধ্যমে পরিচালিত হবে। ZOOM অ্যাপে অনুষ্ঠিত প্রতিটি লাইভ ক্লাসই হবে সম্পূর্ণ INTERACTIVE অর্থাৎ ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা মাইক্রোফোন ও ভিডিও অন করে শিক্ষককে সরাসরি প্রশ্ন করতে পারবে ও নিজ নিজ সমস্যার সমাধান নিবে। প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড ক্লাসের পর পরই ভর্তিকৃত শিক্ষার্থীদের জিমেইলে প্রেরণ করা হবে। এছাড়াও সকল পরীক্ষা নেগেটিভ মার্কস সহ নিজস্ব সফটওয়্যারে অনুষ্ঠিত হবে। অর্থাৎ অফলাইন/স্বশরীরে ব্যাচের সকল সুবিধা নিয়ে অনলাইনেই নিয়ে নাও সেকেন্ড টাইম ভর্তির সেরা প্রস্তুতি!

সংবিধিবদ্ধ সতর্কীকরণ:

অনলাইনে হঠাৎ করে গজিয়ে ওঠা কিছু ভূইফোঁড় ব্যক্তি ও প্রতিষ্ঠানের চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে দ্বিতীয় বার ভুল করার আগে অন্তত: ১ বার ভেবো! সঠিক মেন্টর খোঁজার আগে অবশ্যই নিচের ৪ টি বিষয় গুরুত্ব দাও: 
 
০১। মেন্টরের শিক্ষাগত যোগ্যতা
০২। মেন্টরের পড়ানোর অভিজ্ঞতা
০৩। মেন্টরের স্টুডেন্ট ফিডব্যাক 
০৪। বিগত বছরগুলোতে মেধাতালিকায় শিক্ষার্থীদের চান্স পাওয়ার সংখ্যা।
 
দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে ভার্সিটি কোচিং অঙ্গনের পরীক্ষিত ইংরেজি শিক্ষক জনাব রায়হান বোরহান স্যার। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। হয়েছেন অ্যাডভোকেট, লেখক ও জনপ্রিয় শিক্ষক। প্রতিবছরই রায়হান স্যারের শিক্ষার্থীরা দখল করে নিচ্ছে ১ম, ২য়, ৩য় সহ শতাধিক মেধাস্থান। যার প্রমাণ রায়হান বোরহান স্যারের ফেসবুক পেইজেই দেয়া আছে। লিংক: fb.me/raihansirbd 
 
মেন্টর:
𝐑𝐚𝐢𝐡𝐚𝐧 𝐁𝐨𝐫𝐡𝐚𝐧 (𝐑𝐚𝐢𝐡𝐚𝐧 𝐒𝐢𝐫)
IBA, DU; LLB (Hons.), LLM, DU;
English Language Trainer
বিভাগীয় প্রধান (ইংরেজি), UCC
সাবেক সিনিয়র শিক্ষক, বিসিএস কনফিডেন্স
অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট।
লেখক: Raihan’s English, Index English, UCC Written Supplements
অভিজ্ঞতা: ১৫ বছর।

কোর্স ডিটেইলস

ব্যাচ নং-RB-02 (2ND TIME) 
কোর্সের মেয়াদ:৬ মাস।
মোট ক্লাস: :৭২ (রেগুলার ৪৮ + সলভ ২৪)
মোট পরীক্ষা:১০০
ওরিয়েন্টেশন ৫ জুলাই
মূল ক্লাস শুরু:১০ জুলাই
প্রতি সপ্তাহে ক্লাস:২ দিন ক্লাস + ১ দিন সলভ + ১ দিন পরীক্ষা

কোর্স প্লান: পুরো কোর্সটি অনলাইনে ZOOM এবং GOOGLE CLASSROOM এর মাধ্যমে পরিচালিত হবে।

ভর্তির পদ্ধতি:

ভর্তি ফি নিচের যে কোন নম্বরে (বিকাশ / নগদ / রকেট) (পার্সোনাল) নম্বরে সেন্ড মানি করে নিচের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। ফর্ম পূরণ করার সময় অবশ্যই আপনার মোবাইলে জিমেইল আইডি লগ-ইন করে রাখবেন।

01713-204056​

(Personal)

01713-204056​

(Personal)

01713-2040562

(Personal)

ভর্তি ফর্ম

ডেমো ক্লাস

কোর্স ফি পরিশোধ করে ভর্তি ফর্ম পূরণের দ্রুততম সময়ের মধ্যে আপনার মোবাইল নম্বরে Zoom ID & Passcode, Google Classroom Link & Code এবং কীভাবে ক্লাসে জয়েন করবেন সেই সংক্রান্ত একটি Tutorial Video লিংক SMS এর মাধ্য্যমে প্রেরণ করা হবে।

ক্লাস নেবেন

রায়হান বোরহান

সাবজেক্ট হেড ও কোর্স কো-অর্ডিনেটর, UCC
সাবেক সিনিয়র শিক্ষক, বিসিএস কনফিডেন্স।
আইন (৩৩তম ব্যাচ), ঢা.বি., আইবিএ, ঢা.বি.।
লেখক: INDEX ENGLISH, UCC WRITTEN SUPPLEMENT.
অভিজ্ঞতা: ১৫ বছর।