ঢাবি ভর্তিঃ অ্যাডভান্সড ব্যাচ!
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির ইংরেজি প্রাইভেট প্রোগ্রাম: প্লাটিনাম ব্যাচ!
(গ্রামার + রিটেন + টেক্সট বুক)
প্রচলিত কোচিং গুলোতে ইংরেজির জন্য বরাদ্দ থাকে মাত্র ১০/২০ টি ক্লাস। একটু ভাবুন! ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজির ৩৫ নম্বরের জন্য মাত্র ১০ টি ক্লাস কি যথেষ্ট? মাত্র ১০ টি ক্লাসে কি একইসাথে গ্রামার, রিটেন, মেমোরাইজিং ও রিটেন অংশের পূর্ণ প্রস্তুতি সম্ভব? উত্তর: অবশ্যই না! আর তাই রায়হান স্যার প্লাটিনাম ব্যাচে অফার করেছেন শুধু ইংরেজির উপরই ৬০ টি ক্লাস! যেখানে প্রচলিত কোচিংগুলোতে সকল বিষয় মিলিয়েও ৬০ টি ক্লাস হয় না, সেখানে শুধু ইংরেজির উপরই ৬০ টি ক্লাস! সফল না হয়ে যাবেন কোথায়?
ঢাবি প্লাটিনাম ব্যাচে থাকছে মোট ৬০ টি ক্লাস (৩২ টি ফাউন্ডেশন ক্লাস + ২৮ টি অতিরিক্ত ক্লাস), ৪৫ টি লেকচারশীট এবং ১০০ টি পরীক্ষা! এছাড়াও কোর্স শেষে থাকছে ১০ টি মডেল টেস্ট এবং HOT CAKE (এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন)। ভর্তির সাথে সাথে থাকছে এক কপি Raihan’s English বই ফ্রি এবং এক সেট লেকচারশীট! অনলাইন ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের বই ও শীট কুরিয়ার করা হবে এবং অফলাইন ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীরা সরাসরি অফিস থেকে সংগ্রহ করবে।
অনলাইন ক্লাসগুলো কীভাবে হবে?
অনলাইনে সব ক্লাস জুম অ্যাপে লাইভ অনুষ্ঠিত হবে! পুরো কোর্সটি অনলাইনে ZOOM APP, GOOGLE CLASSROOM এবং নিজস্ব EXAM SOFTWARE এর মাধ্যমে পরিচালিত হবে যা শিক্ষার্থীদের দেবে সম্পূর্ণ ইন্টারেকটিভ ভার্চুয়াল অফলাইন ক্লাসের অনুভূতি! ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা সরাসরি মাইক্রোফোন ON করে শিক্ষককে প্রশ্ন করতে পারবেন এবং শিক্ষক ZOOM লাইভে MULTIPLE উইন্ডোর সাহায্যে যেকোনো সমস্যার সমাধান দেবেন! MCQ পার্টের সকল পরীক্ষা নেগেটিভ মার্কস সহ নিজস্ব সফটওয়্যারে অনুষ্ঠিত হবে। রিটেন পরীক্ষাগুলো মূল্যায়িত হবে গুগল ক্লাসরুমে।
অর্থাৎ অফলাইনে যেমন, অনলাইনেও তেমন! রোদে পুড়ে, ট্রাফিক জ্যাম ঠেলে গতানুগতিক ক্লাসরুমের চাইতেও শতভাগ কার্যকর ঢাবি ভর্তির ইন্টারেকটিভ অনলাইন প্লাটিনাম কোর্সটি! অতএব আর দেরি কেনো? HSC’র পূর্বে প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগে ঘরে বসেই শুরু হোক ঢাবি ভর্তির ইংরেজির সেরা প্রস্তুতি!!
উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাহিয়ান বিন আলীম (১ম মেধাস্থান), ২০২১-২২ শিক্ষাবর্ষের আবদুল্লাহ্ খান (৩য় মেধাস্থান), ২০২০-২১ শিক্ষাবর্ষের অনন্য গাঙ্গুলী (১ম মেধাস্থান), ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইশরাত জলিল মিম (১ম মেধাস্থান), ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবদুল্লাহ্ সাদমান জামী (২য় মেধাস্থান) সহ অসংখ্য মেধাবী শিক্ষার্থীর ভর্তি প্রস্তুতিতে পাশে ছিলেন রায়হান স্যার! দীর্ঘ ১ যুগেরও বেশি শিক্ষকতার অভিজ্ঞতা, অসাধারণ উপস্থাপনা, পড়ানোর কৌশল ও জটিল টপিককে সহজে বুঝানোর জাদুকরী দক্ষতাই রায়হান স্যারকে নিয়ে গেছে কোচিং জগতে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার শীর্ষে!
ঢাবি ভর্তির প্লাটিনাম ইংরেজি প্রাইভেট ব্যাচটি অনলাইনের পাশাপাশি অফলাইনেও পরিচালিত হবে। অফলাইন ব্যাচের সকল কার্যক্রম ঢাকার গ্রিনরোড়, ফার্মগেটে অবস্থিত আমাদের নিজস্ব ক্যাম্পাসে BTI CENTARA GARDEN-এ অনুষ্ঠিত হবে। BTI CENTARA GARDEN এর লোকেশন জানতে নিচের QR কোডটি স্ক্যান করুন:

কোর্স ফি:
মূল কোর্স ফি: ৮৫০০/-
লক্ষ্য করুন: প্রচলিত কোচিং সেন্টারগুলোতে ইংরেজির জন্য বরাদ্দ থাকে মাত্র ১০/২০টি ক্লাস! একটু ভাবুন! ঢাবি-তে ৩৫ নম্বরের ইংরেজি অংশের জন্য কি মাত্র ১০/২০ টি ক্লাস যথেষ্ট? মাত্র ১০ টি ক্লাসে কি একইসাথে গ্রামার, রিটেন, মেমোরাইজিং ও রিটেন পার্ট পরিপূর্ণভাবে কমপ্লিট করা সম্ভব? অবশ্যই না! আর তাই রায়হান স্যার অফার করেছেন শুধু ইংরেজির উপর পুরো ৬০ টি ক্লাস! তাও নিয়মিত ফি থেকে ২৫০০ টাকা ছাড়ে মাত্র ৬০০০ টাকায় পুরো ৫ মাস বা ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত (এ অফার ৫ নভেম্বর পর্যন্ত)!
উল্লেখ্য, রায়হান স্যারের ইংরেজি প্রাইভেট ব্যাচের অধীনে বিগত ১৩ বছরে সহস্রাধিক শিক্ষার্থী ঢাবি, জাবি, রাবি, চবি ও গুচ্ছ ভর্তির জন্য সফলভাবে প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং ঢাবি সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১ম, ২য়, ৩য় সহ অনবদ্য সফলতা অর্জন করেছেন। সহস্রাধিক স্বপ্নবাজের স্বপ্নপূরণের সূচনা রায়হান স্যারের হাত ধরেই! ইন্ শা আল্লাহ্ এখন শুধু তোমার স্বপ্ন পূরণের প্রতীক্ষায় …! তুমি আসছো তো?
বি:দ্র: প্রতি ব্যাচে আসন সংখ্যা মাত্র ৪০। সিট কম থাকায় ও ভর্তির চাপ বেশি থাকায় শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত আপনার আসন নিশ্চিত করুন
কোর্স ডিটেইলস
মোট ক্লাস: | ৬০ টি (নিয়মিত ৩২ + অতিরিক্ত ২৮) |
রেগুলার লেকচার: | ৩২ টি। |
অতিরিক্ত ক্লাস: | ২৮ টি। |
মোট পরীক্ষা: | ১০০ টি। |
মডেল টেস্ট: | ১০ টি। |
ফাইনাল টেস্ট | ১ টি। |
মোট লেকচারশীট: | ৪৫টি। |
লেকচারশীট হার্ড কুপি (কুরিয়ার): | ৩২ টি। |
লেকচারশীট সফট কপি (পিডিএফ): | ১৩ টি। |
৩য় ব্যাচের ওরিয়েন্টেশন: | ৫ নভেম্বর, ২০২৩ ইং |
৩য় ব্যাচের মূল ক্লাস শুরু: | ১১ নভেম্বর, ২০২৩ ইং |
কোর্স প্লান: ঢাবি ইংরেজি প্লাটিনাম ব্যাচের মোট ৪ পাতার কোর্স প্লান নিচে দেয়া হয়েছে। কোর্স প্লানের নিচেই ভর্তি পদ্ধতি ও ভর্তি ফর্ম দেয়া হয়েছে।




ভর্তির পদ্ধতি:

01713-204056
(Personal)

01713-204056
(Personal)

01713-2040562
(Personal)
ভর্তি ফর্ম
ভর্তি ফি পরিশোধ করে ভর্তি ফর্ম পূরণের দ্রুততম সময়ের মধ্যে আপনার মোবাইল নম্বরে অ্যাডভান্সড ব্যাচের বিস্তারিত তথ্যাবলী লিংকসহ প্রেরণ করা হবে।
ডেমো ক্লাস
ক্লাস নেবেন
