ABOUT RAIHAN SIR
লেখক এ,আর,এম,বোরহানঊদ্দীন (রায়হান) ১৯৮৯ খ্রীস্টাব্দের ২১ শে জানুয়ারী চট্টগ্রামের দৌলতপুর গ্রামে সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব মোঃ আবুল মনছু একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ (বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবী) এবং মাতা সৈয়দা রবিউল ওয়ারা বেগম গৃহিণী। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। জনাব রায়হান নারায়ণগঞ্জের আই.ই.টি. সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আইন বিভাগ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং স্নাতকোত্তর পর্যায়ে বর্তমানে অধ্যয়নরত আছেন। একইসাথে তিনি ব্যারিষ্টার-এট-ল’ ডিগ্রি অর্জনের পূর্ব ধাপ হিসেবে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃটিশ এলএলবি-তেও অধ্যয়নরত আছেন। জনাব রায়হান স্কুল জীবনে প্রাথমিক বৃত্তি, জয়নুল স্মৃতি বৃত্তি, জাতিসংঘ বৃত্তি এবং জুনিয়র বৃত্তি পান। ইংরেজি বিষয়ে ব্যাপক আগ্রহের কারণে তিনি পড়াশোনার পাশাপাশি দু’বছর মেয়াদী সান্ধ্যকালীন (MA in ELT (English Language Teaching) বিষয়ে অধ্যয়নরত আছেন। তিনি ইংরেজি-ভিত্তিক কোচিং প্রতিষ্ঠান Lamp English Care-এর প্রতিষ্ঠাতা পরিচালক। এছাড়াও তিনি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং “UCC”-এর সিনিয়র ইংরেজি শিক্ষক। এর পূর্বে তিনি S@ifur’s, OMECA, Future Group, Primate সহ বেশ কয়েকটি স্বনামধন্য কোচিং প্রতিষ্ঠানে খন্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে পড়িয়েছেন। তিনি সাভারের হেমায়েতপুর¯’ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের ইংরেজি বিভাগের অতিথি প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইংরেজি বিষয়ের বিভিন্ন কোর্সে পাঠদানের দক্ষতা এবং শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয়তার কারণে তিনি ২০১০ সালের নভেম্বরে “Future Best Teaching Award-2010” পদকে ভূষিত হন। জনাব রায়হান ইংরেজি বিষয় ছাড়াও আইন বিষয়েও ব্যাপক প্রতিভার স্বাক্ষর রেখেছেন । তিনি “The Penal Code”, “The Code of Criminal Procedure”, “The Code of Civil Procedure” নামে বেশকটি আইন গ্রন্থ রচনা করেছেন যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সবক’টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। জনাব এ,আর,এম,বোরহানঊদ্দীন (রায়হান) ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেয়ার ই”ছাপোষণ করেন এবং দেশের কর্পোরেট হাউসগুলোর কর্পোরেট ল’ইয়ার হিসেবেও কাজ করার আশা প্রকাশ করেন। আল্লাহ তাঁর সর্বাত্মক মঙ্গল নিশ্চিত করুন ।

Professional Certificate Courses (Online)
- Online certificates can be obtained in a range of specialized areas.
- Online diplomas are awarded for one to two years of study with LMS.
- Online associate degrees usually take approximately two years then.
- Online preparatory year programs are an opportunity for students.
- Online Summer courses are a great way to gain qualifications.
[contact-form-7 id=”403″ title=”Contact form”]