বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, ব্যাংক জব সহ সকল প্রতিযোগীতামূলক পরীক্ষার স্পেশালাইজড ইংরেজি প্রশিক্ষক! দীর্ঘ ১ যুগেরও বেশি সময়ে শিক্ষার্থীদের আস্থার শীর্ষে!
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় পাশ করে প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী। তবে এতো পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা সীমিত। এইচএসসি পরীক্ষার পর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর মতো অপশনগুলো থাকলেও, অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য অপশন হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা।
এতো এতো কম্পিটিশনের ভিড়ে শিক্ষার্থীরা প্রায়ই সঠিক গাইডলাইন ও গোছানো প্রস্তুতির অভাবে পিছিয়ে পড়ে। কোথা থেকে পড়বে, কতটুকু পড়বে কিংবা পরীক্ষার আগে ফাইনাল রিভিশন কিভাবে দিবে ইত্যাদি অনেক কিছু নিয়েই থাকে কনফিউশন। যার ফলে পরীক্ষায় আশানুরুপ ফলাফল হয় না এবং ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়।
HSC বোর্ড পরীক্ষার পরেই স্বল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নপূরণে তোমাদেরকে এখনই নিতে হবে সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত। একথা সত্য যে, অসংখ্য মেধাবীর সাথে এই ভর্তিযুদ্ধে টিকে থাকতে গোছানো ও কৌশলী উপায়ে প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই। মূলত এ লক্ষ্যেই তোমরা যারা ঢাবি, রাবি, চবি, জাবি, GST এবং BUP ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তাদের জন্য Raihan Sir নিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয় ও ইউনিট অনুযায়ী পৃথক পৃথক ইংরেজি স্পেশালাইজড অনলাইন এবং অফলাইন কোর্সসমূহ।
ঢাবি, রাবি, চবি, জাবি, GST এবং BUP ভর্তি পরীক্ষার ইংরেজি প্রস্তুতির জন্য Raihan Sir এর বিকল্প শুধু Raihan Sir ই! পরিকল্পিত কোর্স প্লান, বোঝানোর স্বতন্ত্র কৌশল, শিক্ষার্থী বান্ধব প্রাণবন্ত উপস্থাপনা, টপিক বিশ্লেষণের দক্ষতা, লেকচারশীট ও বই প্রণয়নের অভিজ্ঞতা, সময়ানুবর্তিতা ও শিক্ষার্থীদের প্রতি গভীর মনোযোগ ও সঠিক গাইডলাইনের ফলশ্রুতিতে প্রতি বছরই Raihan Sir এর শিক্ষার্থীরা দখল করে নিচ্ছে দেশ সেরা বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ আসনসমূহ (শিক্ষার্থীদের ফিডব্যাক ভিডিও দেখুন ওয়েবসাইটে)। বিগত ১৫ বছরে দেশব্যাপী লক্ষাধিক শিক্ষার্থী আস্থা রেখেছেন Raihan Sir এর উপর যাদের অধিকাংশই বর্তমানে ঢাবি, রাবি, চবি, জাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন এবং অনেকেই গ্র্যাজুয়েশন শেষে কর্মজীবনে প্রবেশ করেছেন।
স্নাতক সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী সবচেয়ে বড় যে যুদ্ধের সম্মুখীন হন তা হচ্ছে সম্মানজনক বেতনে একটি চাকরি লাভ। এক্ষেত্রে বিভিন্ন সরকারী চাকুরি পরীক্ষায় দেখা গেছে যে, ইংরেজিতে দক্ষ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই অন্যান্য চাকরিপ্রার্থীদের থেকে প্রতিযোগিতায় এগিয়ে থাকেন। এর মূল কারণ, সরকারি চাকুরি পরীক্ষায় বর্তমানে যে ধরণের প্রশ্ন করা হয় সেখানে ইংরেজি ব্যাকরণের ভিত্তি মজবুত না হলে সেগুলো উত্তর করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়াও ইংরেজি সাহিত্য থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্ন এসে থাকে সেই প্রশ্নগুলোতে সাধারণ শিক্ষার্থীরা বেশ ঝামেলায় পড়ে থাকেন। আর সরকারি চাকরিপ্রত্যাশীদের এই প্রয়োজনের কথা চিন্তা করেই Raihan Sir এর রয়েছে বিসিএস, ব্যাংক জব, প্রাথমিক শিক্ষক নিয়োগ, এস.আই. নিয়োগ ও নার্সিং এর উপর পৃথক পৃথক স্পেশালাইজড ইংলিশ কোর্স সমূহ যেখানে ইংরেজি গ্রামার, মেমোরাইজিং পার্ট এবং ইংরেজি সাহিত্যের সকল কিছু পরিকল্পনামাফিক অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে।
ইংরেজিতে দুর্বলতার কারণে অনেক প্রতিযোগীর মধ্যেই দুর্দান্ত পটেনশিয়াল থাকা সত্ত্বেও তারা কাঙ্ক্ষিত চাকরি লাভে ব্যর্থ হন। আবার স্নাতক সম্পন্ন করার পর চাকরি প্রস্তুতির জন্য এত বিষয় পড়তে হয় যে সেখানে নতুন করে বেসিক স্ট্রং করাটাও দুরূহ হয়ে দাঁড়ায়। এজন্য Raihan Sir এর কোর্সগুলো করে আপনি ঘরে বসেই, নিজের অবসর সময়ে ইংরেজি গ্রামার এবং সাহিত্যের ক্লাস, নোট ও কুইজের সাহায্যে চাকরি প্রস্তুতির ইংরেজি সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেয়ে যাবেন।
বিসিএস কনফিডেন্সের সাবেক জনপ্রিয় ইংরেজি শিক্ষক জনাব রায়হান বোরহান স্যারের পরিকল্পিত কোর্স প্লান, বোঝানোর স্বতন্ত্র কৌশল, শিক্ষার্থী বান্ধব প্রাণবন্ত উপস্থাপনা, টপিক বিশ্লেষণের দক্ষতা, লেকচারশীট ও বই প্রণয়নের অভিজ্ঞতা, সময়ানুবর্তিতা ও শিক্ষার্থীদের প্রতি গভীর মনোযোগ ও দীর্ঘ ১ যুগেরও অধিক সময়ব্যাপী গাইডলাইন প্রদানের অভিজ্ঞতা ইন্ শা আল্লাহ্ আপনার স্বপ্নের চাকুরী প্রস্তুতিতে অনন্য সহায়ক ভূমিকা পালন করবে।
ছাত্রজীবনে কলেজ লাইফ তোমাদের সবার জন্যই সবচেয়ে গুরুত্বপুর্ণ সময়। কেননা এটি একাধারে তোমার এইচএসসি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়। এই সময়টা সঠিকভাবে কাজে লাগিয়েই তুমি একাধারে দুটি জায়গায়ই ভালো করতে পারো খুব সহজেই। কিন্তু অন্যান্য পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষায় তোমরা সিলেবাসের তুলনায় সময় অনেক কম পাও। তাই, এ সময়টা কাজে লাগানোর জন্য তোমাদের প্রয়োজন একটি পূর্ণাঙ্গ প্রোগ্রামের যা তোমার বেসিক থেকে অ্যাডভান্সড উভয় দিকেই তোমাকে অভিজ্ঞ করে তুলবে।
কিন্তু আমরা অনেকেই আমাদের বিভাগীয় বিষয়গুলোতে ফোকাস করতে গিয়ে ইংরেজির মতো বিষয়কে অবহেলা করে ফেলি। অথচ বিভাগীয় বিষয়ের মতো এটিও সমানভাবে অবদান রাখে ফলাফলে। আবার অনেকে কঠিন ভেবে ইংরেজি ঠিকমত পড়ি না কিংবা পড়তে ভয় পাই।
ইংরেজি বিষয়টিতে এ প্লাস তুলতে অনেকটাই পরিশ্রম প্রয়োজন হয়। সঠিক গাইডলাইনের অভাব ও কম প্র্যাকটিসের কারণে প্রতিবছর অনেকেই এ প্লাস মিস করে বসে। এজন্যই ইংরেজিতে একটি বিশেষ প্রোগ্রাম সকলের জন্যই প্রয়োজন যা ইংরেজির বেসিক যেমন ক্লিয়ার করবে পাশাপাশি তোমাকে শুধু GPA 5 নয় বরং সর্বোচ্চ নম্বর তুলতে সাহায্য করবে।
তাই, তোমাদের ইংরেজি ১ম ও ২য় পত্র নিয়ে Raihan Sir এর অনলাইন ব্যাচ HSC’র ইংরেজি ভীতি দূর করতে প্রস্তুত। একাডেমিক প্রোগ্রামের কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে যেনো একজন শিক্ষার্থী অল্প সময়ে এবং কার্যকরপদ্ধতিতেই কোর্সটি শেষ করে কাংখিত ফলাফল অর্জন করতে পারে।
জনপ্রিয় ইংরেজি শিক্ষক জনাব রায়হান বোরহান স্যারের পরিকল্পিত কোর্স প্লান, বোঝানোর স্বতন্ত্র কৌশল, শিক্ষার্থী বান্ধব প্রাণবন্ত উপস্থাপনা, টপিক বিশ্লেষণের দক্ষতা, লেকচারশীট ও বই প্রণয়নের অভিজ্ঞতা, সময়ানুবর্তিতা ও শিক্ষার্থীদের প্রতি গভীর মনোযোগ ও দীর্ঘ ১ যুগেরও অধিক সময়ব্যাপী গাইডলাইন প্রদানের অভিজ্ঞতা ইন্ শা আল্লাহ্ তোমার ইংরেজি ভিত্তি মজবুত করে এ প্লাস অর্জনে অনন্য ভূমিক পালন করবে।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোনো বিষয় নিয়ে জানতে এবং পরামর্শ নিতে ফলো দিয়ে যুক্ত হোন আমাদের ফেইসবুক পেজে
Learn perfect English with Raihan Sir
Raihan Sir © 2024 All rights reserved